Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দুস্থ জনগোষ্ঠি উন্নয়ন

দুস্থ জনগোষ্ঠী উন্নয়ন কর্মসুচী দেশের প্রায় সকল ইউনিয়নে চালু রয়েছে।প্রাথমিকভাবে দুস্থ ও অসহায় মহিলাদের গম সাহায্যের মধ্য দিয়ে এ কর্মসূচীটি চালু করা হলেও বর্তমানে এ কর্মসূচীর আওতায় মহিলাদেরকে বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং দেয়া হয়,যেমন-স্বাস্থ্যমুলক,শিক্ষা,শিশুর যত্ন,পরিবার পরিকল্পনা স্বল্প লেখাপড়া,আয় বৃদ্ধির জন্য কাজ ইত্যাদি।প্রতিটি দুস্থ পরিবার বর্তমানে দই বছরের জন্য প্রতি মাসে ৩০ কেজি করে গম/চাল পেয়ে থাকেন।
এ কর্মসূচী সুষ্ঠভাবে পরিচালনার জন্য জেলা,উপজেলা ও ইউনিয়নের বাভান্ন প্রকারে কমিটি চালু রয়েছ।এ প্রকল্প বাস্তবায়ন কমিটির মধ্যে ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন পরিষদের সেক্রেটারী।